সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সোনার বাংলার নরম মাটিতে!
বসন্ত আসে এখানে বারে বারে
বাতাসে মিষ্টি হাওয়া লাগে মনে!
ভুবনে আজ রঙের খেলা
প্রাণে আজ রঙের দোলা
রাঙ্গা হলো ধূসর দিগন্ত
ছুটে যাই বনে জ্যোৎস্না রাতে!
বাতাস এখন মৃদু শব্দে
সমুদ্রের গর্জন!
রাতের শেষে পাখির কুজন বনে বনে
ঘুম ভেঙে দেয় ভোরে বাসর শয়নে
মৌমাছি সব উড়ে বেড়ায়
মধুর সন্ধানে!
অতীত স্মৃতি সব আজ ম্লান হয়ে
কি দেখছি আজ বাংলার বুকে?
সত্যের পথ নাই, সত্য হীন সব ঠাঁই
  মূল্যবোধ আজ  গেছে হারিয়ে
মিথ্যার দাসত্ব  নিয়েছে মেনে!
এখানে আইন নিরব,ন্যায় শুধু ছায়া
বিচার বুঝি এক হাস্যকর মায়া!
আমি যে বাংলার যৌবন
বারুদ বুকে নিয়ে,
বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে!
পুব আকাশে লাল সূর্য ওঠে,
আসছে সেদিন মানুষের জয়ধ্বনি নিয়ে
বাংলা আবার ভারত সভায়
শ্রেষ্ঠ আসন লবে!!