হ্যালো! বেলা তুমি কি শুনছো?
চাকরিটা পেলাম না আমি এখনো
অন্য কাউকে বিয়ে করে নিও কখনো!
অনেক চেষ্টা করেছি অনলাইনে আর বিজ্ঞাপনে
কিছুই জুটলো না আমার ভাগ্যে
তোমার আমার প্রেম ভালোবাসা
স্মৃতি হয়ে থাক মনের কোঠায়
ভেবে নিও এক বেকার সুনামি এসেছিল
আমাদের দুজনের জীবনে!
প্রেম ভালোবাসা মুছে গেল তার ঝাপটে
ব্যর্থ হলাম আমি তোমাকে ধরে রাখতে!
বেকারত্বের অভিশাপে জানিনা কত দিন
থাকবো এভাবে বসে!
নেতা-নেত্রীর প্রতিশ্রুতি বন্যা বইছে ভোটের সময় তে
আমরা সব হাবা গোবা হয়ে ভোটের লাইনে
দাঁড়িয়ে থেকে ভোট দেই তাদের কথা শুনে!!