এপ্রিল ফুল করছে নেতা-নেত্রীরা
মাঠে ময়দানে জনগণকে, তা শুনে
আমরা হাততালিতে মুখরিত করছি সমাগম কে!
প্রতিশ্রুতি বন্যা ভাসিয়ে দিচ্ছে গঙ্গা
তারি মাঝে পড়ে জনগণ হাবুডুবু খাচ্ছে এভাবে!
নির্বাচন এলে পরে তাদের দর্শন হয় মাঠে ময়দানে!
নির্বাচিত হয়ে তারা চেম্বারে বসে হয়ে যায় রাজা
জনগণ তাদের কাছে হয়ে যায় সব প্রজা!
এভাবেই চলছে মোদের দেশে গণতন্ত্রের মজা
জনগণের অধিকার অপমান হচ্ছে তাদের দ্বারা
কতদিন চলবে এভাবে জনগণকে বোকা বানাবার পালা!!