মোর অন্তরে রয়েছে গভীর ভালোবাসা
মুখে বলতে না পেরেছি তোমাকে,
দূর থেকে দেখি যখন তোমায়
হৃদয় আমার চঞ্চল হয়ে ওঠে শরীরে!
তুমি কোন দিনও জানবে না আমার ভালোবাসা,
কোন একদিন যাবে চলে, কোন এক রাজপুত্রের ঘরে
রানী হয়ে থাকবে তুমি রাজপ্রাসাদে
আমি থাকবো রাজপ্রাসাদের বাহিরে
দূর থেকে তোমায় দেখবো বলে!
আমার ভালবাসার দুর্বলতা কোনদিনও
পৌছাবেনা রাজপ্রাসাদের অন্দরে!
আমি বার বার আসবো এখানে তোমার টানে
জীবন আমার দিয়েছি তোমার তরে!!