আন্দোলন করো তুমি সত্যের জন্য সততার সাথে
মানুষকে সাথে নিয়ে দৃঢ়তার সঙ্গে
কঠিন এ পথ এগোতে হবে লক্ষ্য ঠিক রেখে
অনেক বাধা আসবে এ পথে, মাথা ঠান্ডা রেখে
নেতৃত্ব দিতে হবে সঠিকভাবে!
মানুষ চেয়ে আছে তোমার দিকে অনেক আশা নিয়ে
তাদের স্বপ্ন পূরণ করতে হবে তোমাকে!
অসহায় মানুষ যারা অনেক স্বপ্ন দেখে তারা
নিজেদের অধিকার বুঝে নিতে পথ দেখাও তাদেরকে
যুগ যুগ ধরে চলে আসছে এভাবে
মানুষের অধিকার আন্দোলন করে!
রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে জয় নিশ্চিত হবে!!