স্বেচ্ছায় যেতে চাই বৃদ্ধাশ্রমে
সব সাধ মিটে গেছে এ সংসারে
কত স্বপ্ন দেখেছিলাম ভবিষ্যতে
ছেলে বৌমা নাতিকে নিয়ে
স্বপ্ন গেল ভেঙে বোঝা হলাম সংসারে
ভাবি নি কখনো জীবন হবে কত অসহায়
এই সংসারে থেকে
নিজ গৃহ ছাড়তে হলো কত দুঃখ নিয়ে!
ছোট এই বৃদ্ধাশ্রম শান্তি অনেক বেশি
বৃদ্ধাশ্রম নয় সেযে আনন্দ আশ্রম
থাকবো আপন মনে সবার সাথে মিলে
জীবনকে চিনতে পেলাম শেষ প্রান্তে এসে!!