-                                                                                              
                                                                                                  
আমরা পথে আছি বসে
দিনরাত এক করে
দীর্ঘ প্রতীক্ষায়!
মোদের চোখে নিদ্রা নেই
প্রতিদিন অশ্রু জলে
দিনগুলো যায় কেটে!
যতই আসুক ঝর ঝাপটা
হবো না আমরা নত
পথ হয়েছে আপন
ঘর হয়েছে পর!
আমাদের যৌবন, ভবিষ্যৎ,
চাকরি জীবন
নিয়েছে কেরে শাসক
আমাদের স্বপ্ন আজ চুরমার
শাসক বসে নির্বিকার!
অযোগ্যরা সব চাকরি পেল
যোগ্যরা সব বঞ্চিত হলো
মানবিকতার নেই কোন দাম!
লড়বো আমরা অনেক দূরে
বিজয়কেতন সঙ্গে নিয়ে
বিজয়ী হবার ইচ্ছে আছে
নতুন সূর্য উদয় হবে!!