প্রথমত আমি বাঙালি
দ্বিতীয়তঃ আমি শিক্ষিত
তৃতীয়তঃ আমি জ্ঞানী
শেষ পর্যন্ত আমি বুদ্ধিজীবী।
বহু সংগ্রামের পথ চলা
তোমাদের সাথে থাকা
জীবনকে বাজি রেখে হেসে-খেলে
এখন বসেছি ক্ষমতার সিংহাসনে।
মানুষের সেবা করবো বলে
তোমাদের ভোটে নির্বাচিত হয়ে
আজ আমি মন্ত্রী হয়ে
তোমাদের কথা সব গেছি ভুলে।
প্রথমত আমি মানুষ ছিলাম
দ্বিতীয়তঃ আমি বিপ্লবী হলাম
তৃতীয়তঃ আমি শ্রমিকশ্রেণী
আজ আমি হয়েছি মালিক শ্রেণী।
মালিক শ্রেণী হয়ে আজ কত সম্পত্তি
অতীতের ইতিহাস মনে নেই আজ
মুখোশের আড়ালে আমরা তাই
মানুষের কাছে আজ গ্রহণযোগ্যতা নাই।।