আমার দুর্গা ভিক্ষা করে
প্যান্ডেলের এক কোনে
ছিন্ন বস্ত্র গায়ে
শিশু সন্তান কোলে নিয়ে
মানুষের মুখপানে চেয়ে
ভিক্ষা পাত্র তুলে ধরে!
নেই কোন তার পরিবর্তন
আছে শুধু জীবন সংগ্রাম!
আমার দুর্গা মধ্যরাতে,
ঘরে এসে কড়া নাড়ে
ভুখা পেটে ঘরে এসে
শুকনো বাসি রুটি গেলে!!