অদ্ভুত মোদের দেশ আজব সব কান্ড চলছে এখানে
২ টাকার চাল কিনতে গাড়ি চড়ে যায় রেশন দোকানে
ব্যাংকের টাকা লুট করে পালায় দেশের বাইরে
নেতা-নেত্রীরা ট্যাক্সের টাকা বিলাই ক্লাব পূজা কমিটি কে
বিষ মদে মরলে পরে পাবে তারা ৫ লাখ করে
অপরাধী খুনের আসামি থাকে জেলের বাহিরে
বিনা অপরাধে মানুষগুলো জেলে বন্দী দীর্ঘ বছর ধরে
পুলিশ এখন মার খায় অপরাধীর হাতে
ধর্মের দোহাই দিয়ে নারী প্রবেশ নিষিদ্ধ মন্দিরে
নিচু জাতের শব যাত্রা বাধা পায় রাজপথে
ডাক্তারবাবুর ভুল চিকিৎসা মার খেয়ে হাসপাতালে
চিটফান্ডের টাকা লুটে নেই কোন শাস্তি তাদেরকে
আর কত দেখবো মোরা আজব সব কান্ড কারখানা!!