হায়রে আমার দেশের মানুষ
মরার পরেও জাতের বিচার করে তারা!
মন্দিরেতে প্রবেশে নারী-পুরুষের বিচারধারা
ধর্মের দোহাই দিয়ে বিবাহে দেয় বাধা
মন্দিরেতে পূজা পাঠ ভক্তি ভরে
সৃষ্টিকর্তার মানবজাতির করি অপমান
হায়রে আমার দেশের মানুষ
আর কতকাল চলবে এমন ধারা!!
!