এ-কোন মৃত্যু আজ পৃথিবীর জুড়ে
মানব জীবন আজ অসহায় বিজ্ঞানের কাছে
মানুষ আজ অচ্ছুৎ মানুষের কাছে
আপন পর কেউ থাকবে না পাশে
এ এক অভিশপ্ত জীবন, নেই কোন উপায়
মৃত্যুর পরে নেই কোন সঙ্গী, শ্মশান যাত্রী
ধনী, গরিব, ও ধর্মের নেই কোন বিচার
বসে আছে মানবজাতি বিজ্ঞানের আশায়!!