২৫ শে বৈশাখ শুভ জন্মদিনে
তোমাকে জানাই মোদের শ্রদ্ধাঞ্জলি চিরতরে
বাংলা সাহিত্য তোমার সৃষ্টি শীল
কবিতা, গানে, গল্প উপন্যাসে
চিরদিন থাকবে বাঙালির মনের কোঠরে!
তোমার সাহিত্য বিশ্বের দরবারে
নোবেল পুরস্কার নিয়ে এলো মোদের দেশে!
বাংলাদেশের জাতীয় সংগীত হল তোমার গানে
বাংলা সাহিত্যের উজ্জ্বল তারা হয়ে
বিশ্বের দরবারে আলোকিত করেছ এভাবে!
বাঙালি সমাজ থাকবে যতদিন এ জগতে
তোমারে সাহিত্য থাকবে ততদিন বাঙালির মনে!!