কামনার সাথে একটু বাসনা,
এক চামচ চাটনিতে
উঠে আসা এক টুকরো আমসত্ত্ব,
অমৃতযোগ মুহূর্ত
স্খলিত শুক্রাণু নামে নির্দিষ্ট পথে-
অস্তিত্ব রক্ষার লড়াই,খুঁজে ফেরে ডিম্বাণু।
হ্যাঁ লাবনী,
সেই সৃষ্টি লগ্ন থেকে-
তুমি তখন ডিম্বাণু আর আমি শুক্রাণু-
দৃষ্টি ছিলোনা তবুও তোমায় খুঁজে পেয়েছি
তোমাতে বিলীন হয়েছি,
সেই থেকেই দাবি রয়ে গেছে তোমার কাছে।
সেই জন্মলগ্ন থেকে শুরু-
পিছনে ছোটা
হ্যাঁ লাবনী।
আমি পুরুষ তুমি নারী
আমার কামনার মহামারী।
সেদিন তো কোনো বাধা দাওনি!
তোমার তখন কোনো ইন্দ্রিয় ছিলোনা-
ছিলোনা ভালো থাকার অভিনয়
কোনো পছন্দ ছিলোনা,
তখন ছিলে শুধু-
তুমি চুম্বক আমি লোহা।
লাবনী,আজ তবে কেন আশ্চর্য্য হও,
আমার এই আকর্ষণ দেখে ?
আমার শুরু থেকে তো একই আচরণ
শুধু তোমাতে বিলীন হবার আকাঙ্খা।
তোমার তো না জানার কথা নয় !
বলোতো লাবনী,
শুধু তোমাতেই কেন এত আকর্ষণ ?
এই পার্থিব ভিড়ে
এত অপার্থিব অনুভব কেন তোমায় ঘিরে ?
ভেবে দেখেছো কখনো ?
একবার ভেবে দেখো,
প্রশ্ন রেখো তোমার অন্তঃকরণে।
হ্যাঁ লাবনী,
তোমার নারীত্ব আমার পৌরষ
তোমার ধারণ আমার ঔরস
লাবনী তুমি আমার,
শুধু আমার-
সেই সৃষ্টি লগ্ন থেকে।