কে তুমি সুন্দরী ?
অন্তর ভেদিয়া শুধু উথাল পাথাল!
তুমি কি মায়াবী, না কি অপ্সরী ?
ভূমিতে দেখি নাই এতো অপরূপা;
বিস্মিত আমি তোমায় হেরি।
চন্দন ঝরিছে তব অঙ্গ হতে,
কস্তুরী সুবাস দেয় নাভিকুন্ডলি;
কেশ যেন বিকশিত ঘন অম্বুদে,
শতদল সম তব করতল গুলি।
মনুষ্য অবয়বে হিরণ্য নেত্র যুগল,
নাসিকা বংশী ন্যায় উন্নত যেন;
ওষ্ঠ করিছে মোরে আবেদনে পাগল;
তব প্রভাবে আমি মতিভ্রম সম।
কি উপায়ে করিব জয়,
কোন বলে লভিতে পারি;
এমন অপার্থিব হৃদয়,
পথ শুধাই তোমারে বলো সুন্দরী।
কি চাও তুমি বল মোরে
নির্ভয়ে বলো,আমি ঋষি।
কোন বরে নিবেদিবে নিজেরে?
আমি দিব তোমারে,আমি তপস্বী।