অভয়া আমার অভয়া তোমার
হে অভয়ার ভাই বোন -
মোমবাতি নয় মশাল হাতে
শয়তানের ওই ঘর জ্বালাতে
আমরা তরুণ রাজপথে
নিয়েছি শপথ মরণপণ
গর্জন শুধু গর্জন ,
অপরাধী আর অপশাসনের
করবো - ই মোরা বিসর্জন।
ধর্ষকের পিছে বাঁচাতে তাকে
রয়েছে যারা আড়ালে
অভয়ার নামে করছি শপথ,
তাদের মুখোশ খুলবোই ,
করেছ যারা প্রমাণ লোপাট
তাদের বুকেও হানবো আঘাত
ফাঁসির মঞ্চে তুলবোই।
রক্ষকের ওই চালাকি যত
ধরবো মোরা জেনে রেখো,
লক্ষ্য তীরে পাতাল ফুঁড়ে
আনবো তুলে আসল সত্য ,
কাঁপবে ভয়ে শত্রু যত
দেখবে বিশ্ব নতুন দৃশ্য
মানুষের ঢলে শক্তি কত
সেই প্রতীক্ষায় জনগণ,
দিকে দিকে তাই কন্ঠ ধ্বনি
বিসর্জনের গর্জন।
--------