হ্যাঁ আমি গর্বিত যে আমি ভারতীয় !
যদি পারো যম রাজকে বলে দিও ।
ভারতীয় বিচারালয়ে আমার বিচার চলছে,
শেষ হলে তবেই সে আসবো বলছে।
খবর শুনে যমরাজার ভীষণ চিন্তা মনে,
রোটলো খবর জমালয়ে সবার কানে কানে।
মর্ত্যলোকে বিচার মানে বড্ড গোলমেলে ,
চায়লে বিচার হেতায় নাকি তারিখ শুধু মেলে।
স্বর্গলোকে ও চলছে চর্চা কি জানি কি হবে
তাই বলে কি অপরাধীরাও অমর হয়ে যাবে?
যাঁরা রয়েছে অপেক্ষায় শুধু বিচারের আশায়!
দিন গুনে তাঁরাও এখন মৃত্যুর দোরগোড়ায় ।
বিচ্ছিরি ভালোলাগায় তবুও দাঁত মেলায়
টাকার গন্ধে আইন ছুটে চলে ফুটপাতে রাস্তায়।