আমি চাষা মূর্খ বটে
আমার শস্য তোমার পেটে,
তুমি নেতা এ তল্লাটে
ফাঁকা মাঠে, মঞ্চ এঁটে
দুঃখ আমার ঘুঁচবে বলে
নিত্য নতুন ভাষণ দিলে,
বাগিয়ে নিলে গদি।
রোদে পুড়ে জল কাদাতে
গরুর মত, গরুর সাথে
লাঙল চালায় ধরার বুকে
আহার জোগায় এই জগতে,
ভাসিয়ে নিল নদী।
আমি চাষা মূর্খ বটে
আমার শস্য তোমার পেটে,
এই গরিবের গল্প বেচে
তুমি এলে চিত্রপটে ,
ঘরে তোমার অস্কার।
ফসল ফলায় বাঁজা মাঠে
ঘাম ঝরিয়ে গতর খেটে,
নেয় সে লুটে দুর্যোগেতে
ঋণের দায়ে যায় যে ঘুঁচে,
অভাব আমার পুরস্কার ।
--------