বইয়ের পাতায় বন্দী বিচার
সংবিধানের কারাগারে
প্রমান এখন লুকিয়ে বেড়ায়
টাকার গাদায় ঝুপটি মেরে।
অন্ধ বিচার নিরুপায়
সত্য হলেও প্রমান চায়,
সূর্য যখন অস্তাচলে,
সত্য খুঁজি প্রদ্বীপ জ্বেলে।
অন্ধকারে দর হাঁকিয়ে
আইন যারা কেনে ব্যাচে
তাঁরা-ই দেখি দিব্যি আছে,
তাদের এবার শাস্তি চাই -
তাই তো পথে একই সাথে
প্রতিবাদে এসো পা মেলায়।
গর্জনে আজ গর্জে উঠুক
সত্য যেন প্রকাশ হয়
সবার জন্য বিচার জুটুক
পথ চেয়ে রই সেই আশায়
বিচার চাই-বিচার চাই।

       -----