আমি উইলো হয়ে দাঁড়িয়ে আছি
নাতিশীতোষ্ণ মৃত্যুর দেশে।
আমার নরম ঘাসের মতো গুল্মের  শরীরে
কোথাও  লেগে নেই লোভ হিংসা স্বার্থপরতা
রিরংসার কুটিল কটাক্ষ।

বহুদিন হলো মৃত্যুর দেশে উইলো হয় দাঁড়িয়ে  আছি
এখন নারী এসে হাসতে হাসতে বুকে শুয়ে যেতে পারো
আরাম পাবে
কাউকে ধর্ষণ করবো না  কারণ
আমি ফেলে এসেছি সব উষ্ণতা পার্থিব শরীরে।

                             ***