আমাকে উপহার দাও প্রিয়া

প্রেম নয় দেহ নয় অনভিপ্রেত কুটিল চুম্বন নয়

এক মুঠো সবুজ বিবেক

তাকে নিয়ে আমি ঘুমিয়ে যাবো ।

আমার অনেক আগে এই পথ দিয়ে

হেঁটে গেছে অনেকেই বিবেকহীন বড় একা একা

হেরেছে মাটি জল আকাশের কাছে

দেখেছে মানুষ নেই চারপাশে ধূ ধূ মরুভূমি

অথচ তারা শুয়ে থাকতে চেয়েছিল

গায়ে মেখে সবুজ বিবেক ।

আমিও ঘুমিয়ে যাবো

পথশ্রান্ত পথিকের মতো বিবেকের দেহে ।

এখন মানুষ বড় ভারী

মানুষের পদচিহ্ন আরও বেশি ভারি

আমার দেহটুকু ঢেকে দাও প্রিয়া

জেগে থাক বিবেকের সবুজ মশারী ।

***********************