বিপিন কাছে এসে বসলে পূর্ণিমার রাতে
আমি ভেজা সূর্য দেখতে পাই ।
নাতি নাতনী নিয়ে বিশাল ঘরে থাকলেও
সে একটা ঘরের সন্ধান করছে
যেখানে থাকবে না বৌমার ঘ্যানর ঘ্যানর
নাতিকে শেখানোর তাড়া
এ ফর আপেল  বি ফর বয় ।
একটা গোখরো সাপ তাড়া করেছে ওকে
পঞ্চাশ বছর ধরে ছুটছে
আজও ঘরে পৌঁছাতে পারেনি
ওর একটা ঘর বড় দরকার
সকলের মাঝে থেকেও একা ।
আমার কাছে এসে বসে পূর্ণিমার রাতে
ভেজা সূর্য দেখার জন্য ।
ওকে সান্ত্বনা দিয়ে বলি
আমরা তো সবাই গোখরো সাপের
ছোবল থেকে বাঁচতে এখনো ছুটছি বিপিন
ঘরে পৌঁছাতে পেরেছি কী ?
এ ছাড়া করার কী আছে ?
আসলে মানুষের একটা ঘর চাই
সূর্য দেখার ঘর ।

**********************