তুমিই আমার আলো
জ্ঞানের প্রদীপ জ্বালো
এসেছো অনেক পরে
ভুগছি এখন জ্বরে
দেখলে তোমার মুখ
ঘুচবে আমার দুখ
এবার আমার শোক
ফুলকলি সব হোক
দুখেও নীরব হলে
জ্বলবে আগুন জলে
ধরবে পুলিশ চোর
খুলবে মনের দোর।
সকল ব্যথার ক্ষত
করবে আমায় নত
এসেছো আমার আলো
দাও মুছে সব কালো।
*****