মনের ভিতরে যে মনটা রয়েছে
তাকে আর চেনাই হলো না ।
তবু আমি চলে যাবো সে মনের খোঁজে
কিন্তু কত দূরে যাবো আর ?
তলপেটে রক্তাপ্লুত শরীরী বাসনা
দেখায় এখনো যত পৃথিবীর খাদ
সেখানেই বসে আছে মায়াবী নিষাদ ।
তবু আজও তৃষ্ণা আছে জেগে
যেদিকে দুচোখ যায় চলে যাবো
চিনে নিতে হবে সেই মন কতটা নিষ্পাপ
আকাশের ওপারে যে আকাশ নেমেছে
তার গায়ে আছে কিনা মরণের গোপন সংলাপ ।
**************************