রাত, তোমার যা বলার ছিল
সেকথা চাঁদ বলছে
সেই দাউ দাউ অন্ধকারে একা
চাঁদ তোমার কথা বলছে।
চাঁদের কথা বলছে অসংখ্য তারকারাজি
তারাগুলিও ভার দিয়েছে জোনাকির উপরে
তাদের কথা ছড়িয়ে দিচ্ছে জোনাকির
নিরুত্তাপ কোমল আলোক।
আমি জোনাকির কাছে উবু হয়ে বসে আছি
কিভাবে তোমার বুক চিরে আলো দিচ্ছে
তা জানার জন্য
একাকী বসে আছি।

দেখি ছাঁচতলায় বৃষ্টিক্ষতের মতো
জোনাকির অসংখ্য কোমল আলোক
পড়ে আছে
গভীরভাবে মিশে আছে।