B
ব্যথার ক্লান্তির মতন রমণী আর রমণের কাছে
হেরে গিয়ে বসে আছি,
কামনার কশাঘাতে জর্জরিত হয়ে গেছি বার বার
তবু সহ্য করি।
আমিতো ঋষি নই
কোথায় পাবো বৃক্ষের অসীম সাহস নিশ্চলতা ?
মানে না হৃদয়
এখনো আঘাত দিতে জেগে থাকে শয্যায়
ইন্দ্রিয় গুটিকয়।
তুমি, তুমিই বলো স্থিতপ্রজ্ঞ ঋষি !
স্থবির চিতার মতো তারা যদি ধীর পায়ে
মুখব্যাদান করে খেতে আসে নির্জনে আমাকে
জানি তা ক্ষমণীয় নয়
তবু সহ্য করি অবেলায় তাদের সেই জান্তব সংহার।
****