তিমির বিনাশী হতে যারা এসেছিল
তারাও তিমিরে ডুবে গেছে
দেখেনি চাঁদের আলো দেখেনি হৃদয় খুঁড়ে  
বিবেকের জ্বর
উপুড় তাসের মতো জীবনের দেখেছে খোলোস
কি দেখে ? কবে দেখে ?কেমন করে দেখেছে বিলয়?
হয়তো দেখেনি তারা এ জীবন কেবল মৃন্ময় ।
আমি যে তিমির বিনাশী হয়ে চলে যেতে চাই
ভেঙ্গে দিয়ে ইন্দ্রিয়ের রুদ্ধদ্বার দুর্বার আবেগে
ভেঙ্গে দিয়ে মমতার ভয় ,
থাকবে প্রেমিকা আমার বুকে নিয়ে প্রেমের সঞ্চয় ।


*****************************