থেমে যেতে হবে অকস্মাৎ
জানি থেমে যাব
তবু হেঁটে হেঁটে পেয়ে গেলে অবরুদ্ধ সাগরের গান
তোমাদের আমিই শোনাব।
অনেক কান্না আছে জানি
কান্নাই পথের সম্বল
তবু কখনো পেয়ে গেলে অবিমিশ্র সুখ আর হাসি
হাসিটুকু আমিই চেনাব
তোমাদের কাছে হাসি আমিই ফেরাব।
ঘুমিয়ে পড়ব বলে এতকাল জেগে আছি
জানি মাটি হয়ে মাটিতে ঘুমাব
তবু জেগে থেকে পেয়ে গেলে পরশপাথর
তোমাদের সোনা করে যাব
তারপরে আমিও ঘুমাব
তার আগে আমি কী ঘুমাব ?
******************