9ই জুন আমার মৃত্যুদিবস।
তারিখটা আপনারা মনে রাখবেন
ফুল নয় আমি ঘাস ভালোবাসতাম
একমুঠো করে দূর্বাঘাস নিয়ে আসবেন।
2007 এর 9ই জুন যখন আমার মৃত্যু হল
মরদেহে ফুল দিতে বা পোড়াতে কেউ আসেনি।
তিনজন রাখাল ছেলে টানাটানি করে
একটা বড় গর্তে ফেলে মাটিচাপা দিয়ে বলেছিল,
" এখানেই শুয়ে থাক তোর হাড়ে মাসে
দূর্বাঘাস গজিয়ে উঠবে।"
এতগুলো বছর বেশ শুয়ে আছি তবু
9ই জুন তারিখটা এলে বেরিয়ে এসে
সুন্দরী মেয়ে নয় ফুল নয়
আগুন আর শিশুর কাছে দাঁড়াতে ইচ্ছে করে
এরা মিথ্যা বলে না
ঘাসের উপরে শুয়ে আকাশ দেখতে ইচ্ছে করে।
বেঁচে থাকার সময় বুঝেছিলাম
এ জীবন মৃণ্ময়
অর্থ কীর্তি সচ্ছলতা মাটি ছাড়া
অন্য কিছু নয়।
তারিখটা আপনারা মনে রেখে আসবেন
একমুঠো করে ঘাস এনে ছড়িয়ে দেবেন
আমার কপালে কপোলে।
*********