কোনদিন রাত এসে মুছে দেবে মনের কালিমা
কোনদিন রাত তার দেখাবে গর্ভের আলোক
আমাকে সে কথা দিয়েছিল
রেখেছে সে কথা ।
চুপি চুপি বলে গেছে
একদিন তারার মতোই ফুটে ওঠো
জীবনের মায়াবী আঁধারে ।
আজও আমি তারার মতো
ফুটতে পারিনি
চারপাশে বিভ্রান্ত সময়ের কোলে
তারা কই ?
একা জেগে আছে কালো রাত
মনে তবু সাধ
তারা হওয়া জীবনের আলোকসম্পাত।
*************************