আজকাল মানুষ নামের মাঝে একই ঘ্রাণ পাই
আহার নিদ্রা রমণের ।
জেগে আছে তবু তন্দ্রাতুর
পার্থিব নেশাগ্রস্ত ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি প্রাণী
সুষুপ্তির কোলে তার পড়ে দীর্ঘশ্বাস  ।
গুটিকয় ইন্দ্রিয়ের ব্যবহারে অবসন্ন  
আজকের অন্ধ ঘূর্ণি মনুষ্য সমাজ ।
ঘরে ঘরে নিষ্প্রদীপ সন্ধ্যা নামে আজ ।
চাবি আছে সকলেরই কাছে
তবু বন্ধ মনের দুয়ার ।
বন্ধ কবে হবে মানব পীড়নের এই মহামারী ?
মানুষ খুলবে কবে অর্গলের তালা ?

*****************************