তোমাকে সুখের মাঝে ঝড়ের তাণ্ডব এনে দিলে
যদি কেউ তোমার ফুলের শয্যায় আগুন লাগায়
তখনো নিশ্চল থাকো নির্বিকার হয়ে একা একা ,
তখনো দেখছ তুমি সুখ মৃত্যু জীবনের মায়াবী ছায়ায় ।

তোমাকে যখন কেউ পেতে চায় ফেনিল  উচ্ছ্বাসে
ফেলে দাও মুহূর্তেই  সব চাওয়া সমুদ্রের জলে
সব কাঁটা তুমি দেখো মুহূর্তেই ফুল হয়ে আসে
পড়ে থাকে ভস্মরাশি মরণের অনেক গভীরে ।

জীবনের খুবই কাছে মরণের লীলা দেখো তুমি
বিষামৃত একসাথে পান করো বুকে নিতে ডুবন্ত  আগামী  ।


*************************