স্বপ্নের ভেতর এক অভিমানী নারী
রোজ আসে কথা বলে কখনো বা দেহ দিয়ে
চলে যায় সন্তর্পণে ।
কখনো আবার তর্জনী তুলে শাসিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করে
এটাই সত্যি ,যা আমরা বেঁচে থাকা বলি
তা তো স্বপ্ন মাত্র ।
রাতে আসে , টুং টাং বাজে তার মল
আমার বালিশে তার লেগে থাকে চোখের কাজল ।
স্বপ্নের ভেতর এক জীবন শুয়ে থাকে
সে জীবন সূর্যালোকে যায় না তো দেখা
হৃদয়ে লেগে থাকে
বেঁচে থাকায় অশান্ত দুপুর
স্বপ্নের ভেতর যে নারী আসে
জীবনের অন্য কোথায় বাজে তার ক্ষুধার্ত নূপুর ।
*****************************