স্বপ্নের শরীরী বিন্যাস যেন
বিবিক্ত মাটির বুকে প্রোথিত রয়েছে
আরও গভীরে তার প্রতিটি শিকড় ।
জীবনের খুবই কাছে স্বপ্নের ঠিকানা
হয়তো বিশাল তার কালো দুটি ডানা
ঢেকে রাখে আমাদের মায়াবী শরীর ।
জাগরণ সত্যি যদি হয়
স্বপ্ন কেন সত্যি বলো নয় ?
এক একটি জীবনের মাঝে স্বপ্ন জেগে আছে
জীবনের গোধূলি আভায় তন্দ্রার কাছে ।

প্রতিটি জীবন যেন স্বপ্নরই নাম
তারই আঁধারে শুয়ে আছে মরণের অদ্ভুত বিরাম ।

******************************