সব তূণ শূন্য করে দিয়েছি এক একটি করে
নিজেরই বুকে
তিরগুলি যদিও ছিল আকাশমুখি
তবু ফিরে এসে আমারই বুকে বিদ্ধ হয়ে আছে
মৃত্যুর অনিবার্য দুঃখের ইঙ্গিতে।
দূরে দাঁড়িয়েছিল কলহান্তরিতা নায়িকা আমার
বৃশ্চিকের দংশন জ্বালা সারা দেহে যেন
কোথা গেলে সুপুত্র ?
মুখাগ্নি করার আগে মনে মনে নিজেকেই জিজ্ঞেস করো
আমার বাবার কোন দোষতো ছিল না তবু
এতো কষ্ট পেয়ে মরতে হলো কেন?
ভীষ্মের মতো শরশয্যায় শুয়ে?