সাদা ইংরেজ চলে গেছে দেশ ছেড়ে
কালো ইংরেজ রয়েছে আজকে বেঁচে
এখনও তারা রক্ত চুসছে সবার
ধর্ষণ আর চুরি করে নেচে নেচে।
দেশের জন্য দিয়ে গেছে যারা প্রাণ
স্বাধীন তারা জীবনের স্বাধীনতা
খণ্ডিত নয় তারাই দেশের ত্রাতা
আমার শুধু গাইছি তাদের গান।
কে যে স্বাধীন প্রশ্ন স্বদেশ বাসীর
অশ্রু আজিও পতাকার বুকে ঝরে
বুভুক্ষু সব মাথা কুটে যদি মরে
স্বাধীনতা মাঝে তাহলে দীর্ঘ প্রাচীর।
পরাধীন সব দেহে মনে পরাধীন
যারা প্রাণ দিল মাটিতে তাদের ঋণ।
*************