অলঙ্কার বেশভূষা দুপায়ে ঠেলে দিয়ে
নাঙ্গা পায়ে ধুলার উপরে হেঁটে যাও ।
দিশাহীন দিগন্তের ডাকে শুধু একবার সাড়া দাও
একবার দেখো কচি পাতায় পাতায়
কেমন সেজেছে নিসর্গ মাধুর্য চারপাশে ।
এইভাবে একা একা চলে আসা যদিও সহজ নয়
তবু টেষ্টা করে দেখো া
বিবেকের নির্মম কশাঘাতে
ছিঁড়ে যদি যায় এই দেহ
ছিঁড়ে যাক ।
তবু একবার সাড়া দাও নির্নিমেষ আকাশের ডাকে
দিশাহীন দিগন্তের ডাকে ।
********************************