সুন্দরী নারী পুরুষ ধরবে চিরদিন
সে যে সুন্দর,পুরুষ যে খেলার পুতুল ,এটুকু বোঝাতেই এক একটি পুরুষের হৃদয় জয় করবে
দুঃসাহসিক জিগীষা মেটাতে
মারবে না, খাবেও না
অর্থাৎ প্রেমও নয় , বিয়েও নয়
শুধু পুরুষ ধরার আনন্দে বিজয়পতাকা
ওড়ানোর জন্য।
বাঘ যে একটার পর একটা গরু মারে
সকল গরু কী খায় ?
সুন্দরী নারীও এ খেলা ছাড়বে না
কোনদিন ।
তারপরে জানলা বন্ধ করে
ফিসফিসিয়ে ছলনা করে হাসবে
কিছুক্ষণ বেশ কিছুক্ষণ।
পুরুষ ধরার খেলা সুন্দরী নারীর চিরদিন
এ খেলা যেন বাতায়নের কাছে সুন্দরী লন্ঠন
নিয়ে গিয়ে বিশ্বকে দেখার মতো।
****