বিষাক্ত কথা আজও আগুনের মতো দাউ দাউ জ্বলে
মানুষকে পুড়িয়ে দেবে বলে
সত্যি মানুষ মারতে এখন অস্ত্রের প্রয়োজন নেই
কথাই যথেষ্ট ।
যে নারী দাঁড়িয়ে আছে নির্মীয়মাণ দালানের পাশে
তার স্বামী বিষাক্ত কথা শুনেই আত্মহত্যা করেছে ।
ডাক্তার আমাকে বলেই দিয়েছেন বেশিদিন বাঁচবেন না
হার্টে ব্লক
আমি হেসে চলে এসেছি সেই কথা শুনে
বুঝেছি ঔষধ জানলেও ডাক্তার কথা বলতে জানে না ।
বেশ তো বেঁচে আছি তারপরে এতদিন ।
আমার শয্যার পাশে একাকী ঈশ্বর ।
আমরা তো কথা দিয়েই সব পারি
বিষাক্ত কথাই আজ কোষমুক্ত তীক্ষ্ণ তরবারি ।
নদীজলে স্নান করে
আমার হাত ধরে একাকী ঈশ্বর হাঁটেন পাহাড়ের দিকে
গুটিকয় কথা শুনিয়ে শূন্যে মিলিয়ে যেতে যেতে বলে গেলেন ,
" এই কথাগুলো দিয়ে তুই মানুষকে সুখে আনন্দে বেঁচে থাকার
পথ দেখাতে পারবি
কথা দিয়ে মানুষকে মেরে ফেলা সহজ
সুখে বাঁচতে শেখানো বড় কঠিন রে ।"
******************************