এখন বলার মতো কিছু নেই
শুধু চুপ করে থাকা ছাড়া
কিছুই দেখি না আশে পাশে ।
কে এসেছে বুকের অনেক কাছে
কিছু যেন চোখেও পড়ে না ।
মানুষ দেখে না আর
গোয়েন্দার মতো আজও চাঁদ জেগে আছে
কবেকার নম্রতার বুকের সকাশে ।
যত পারো চুপ করে থাকো
আগুনের লেলিহান শিখারও ভিতরে
মানুষের চুপ করে থাকার এ সময় ,
ঘোলা জলে ডুবে যাওয়া মেনে নিতে হবে অবশেষে
বিবর্ণ রাতের দেহে আকাঙ্ক্ষায় জ্বলে যাবে ক্ষণিক প্রণয় ।
******************************************