জন্মের পর থেকে হাঁটছি
হেঁটেই চলেছি
এত পথ হেঁটে যেতে কেন তুমি বলেছ ঈশ্বর?
মনই একদিন স্পর্ধা করে বলেছিল
এইসব রাতের কাছে এসে
তোমাকেও স্থির হতে হবে
নত হতে হবে।
পৃথিবীর নাভিশ্বাস উঠেছে দেখে
পা দুটি স্থির হতে চায়
পায়ে ফোস্কা নিয়ে হেঁটেই চলেছি
কে তুমি অনাহূত দেবদূত
চলমান জীবন থেকে বেরিয়ে এসে
শব্দহীনতার বুকে স্থির হতে বলো ?
*****************