সকলের কাছে কাছে থাকি
কেউ কাছে থাকে না আমার
বেদনার রোদ্দুর মেখে মেখে
তবু বেদনাকে রয়েছে জানার ।

কেমন আছি জানতে চেয়ো না
পাহাড়ের মতো আজও বাঁচি
একা একা যন্ত্রণার হাত ধরে
বহুকাল স্থির হয়ে আছি ।

যেখানে অনেক রোদ সেখানেই
ঝরে পড়ে ছায়া আর জল
কখন রাতের বুকে শুয়ে
ভেঙ্গে গেছে বুকের অর্গল ।

*****************