কোন এক অদৃশ্য শয়তান আজ
মানুষের ফুসফুস চিরেছে
এতো লুকোচুরি
গৃহকোণে এতো কান্নাকাটি  
তবু সে মানুষের ঘরে ঘরে
মৃত্যু ছাড়া কিছুই আনেনি
কোন ভালোবাসা কিংবা কোন মধুর ভাবনা ।
আজ আর অনির্বাণ এসে হাতে হাত মিলিয়ে
আমাকে বলে না , “ পরিমল তুই এখানে ?
তোর প্রতিবেশী চলে গেল
শ্মশানে যাবি না ? ”
শুধু আমি নই পৃথিবীর মানুষ আজ
বড় বেশী স্বার্থপর হয়ে গেছে
দূরে দূরে থেকে
কখনো ভাবেনি
গৃহকোণে বসে
” মাটি কাটি দংশে সর্প
আয়ুহীন জনে । ”

*********************