ঐ যে বিশীর্ণ নদী তার তীরে ঐ কুঁড়েঘর
কত মৃত্যু গায়ে মেখে সেই ঘরে এসেছ ঈশ্বর ?
এসেছ বাতাস ঠেলে নদ নদী পথঘাট দিনরাত
পেরিয়ে একাকী
কত দুঃখে স্নান করে এসেছ পূজারী ?
এক হাতে ভিক্ষাপাত্র অন্য হাতে তীক্ষ্ণ তরবারি এক চোখে হাসি আর কান্না অন্য চোখে
যে দুঃখের স্বাদ তুমি পেয়েছ এই মায়াবী আঁধারে
জেনেছে কী পিতামাতা ?
তারা দেখে সন্তানের রূপ নিয়ে প্রেম
নেমে এসেছে বিছানায় ঠিক যেন ছবি
নেমেছে সেই কুঁড়েঘরে প্রভাতের রবি
ফেলে দিতে দূরে যত ক্লেদ সবই ।
তুমি হাসো নাচো তুমি নাচে কুঁড়েঘর
দুঃখ তবু নেমে আসে শান্তির ভিতর
এভাবে সন্তান হয়ে খণ্ড খণ্ড দুঃখের ভিতরে
মৃত্যু নেমে আসে চিরদিন ।
***********************