বহুদিন পাহাড়ের কোলে থেকে
স্থিতধীর মতো জীবনের অন্য পথে
বয়ে চলা নদী হতে চেয়েছিলাম
ভাবতাম কোন নারীকে ছুঁয়ে দেখব না।
পাহাড়ের কোলে যে নদীটি বয়ে
চলেছে তার তীরে তৈরি করে পাতার কুটির
একা থেকে যাবো
ডাক শুনব অমোঘ  মৃত্যুর
অলৌকিক স্বর শুনতে পাবো হৃদয়ের
অনেক গভীরে।
অথচ বিধাতার অঙ্গুলিহেলনে
কখন যে তুমি এসে ছুঁয়ে দিলে পা
বুঝতে পারিনি।
আজন্মলালিত সেই স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে
এই ভাঙ্গাচোরা মানুষটার গায়ে
কাপড় পরিয়ে করে দিলে চতুর সংসারী।

***************