যারা চলে গেল পৃথিবীর মায়া ছেড়ে
করোনা যক্ষ্মা হৃদরোগে ক্যান্সারে
হয়তো তাদের সেটুকুই আয়ু ছিল
যাবার থাকলে যেতে হয় ঐ পারে ।  

যেখানেই যাও চেনা পথে ফিরে আসা
চেনা বাঁশি তবু বাজছে করুণ সুরে
চেনা পথ আজও অচেনা সবার কাছে
যত কাছে ডাকি তবু যায় তারা দূরে ।

এখানে মানুষ ভুলে যায় ফিরে যাওয়া
এখানে মরণ মিথ্যাকে নিয়ে চলে
মানুষ কী পায় দুদিনের উৎসবে
সত্যই ঢাকে মুখোশ আর অঞ্চলে ।

যারা চলে যায় রোগ দায়ী নয় কভু
যারা থেকে যায় পুড়ে তারা দাবানলে
চেনা মৃত্যুই গুরতর হয় অচেনা অদর্শনে
বাঁচার তাগিদ ছল করে তবু ছলে বলে কৌশলে ।

জীবনের ছায়া মানুষের কাছে মরণের অপলাপ
আকাশে বাতাসে আজও শোনা যায় মৃতদের সংলাপ  ।

***************************