হাঘরে  হাভাতে শিশুদের ডেকে
হাতে হাতে ধরিয়ে দেব ফুটন্ত গোলাপ
এত আহাম্মক আমি নই ।
বরং চেনাতে পারি কুড়চি ধুতুরার মাদকতা
মদির বিহ্বলতা ।
সৌন্দর্যের ভদ্র পোশাকের আড়ালে
ওরা  উলঙ্গ নয় ।
ডেকে নেব ওদের বসিয়ে দেব
নাম না জানা ধুলিমলিন গাছের শিকড়ে ।
ওদের শোনাবো রবীন্দ্রসঙ্গীত নয়
মেঠো সুরে ভাটিয়ালি গান ।
পাতে দেব গরম গরম ধোঁয়া ওঠা ভাত ।
বলব খেয়ে নে তোরা
শুধু নুন টুকু দিয়ে খেয়ে নে
এখানে আছে জীবনীশক্তি
সৌন্দর্যের রক্ত লেগে নেই ।

**********************