মৃত্যুও জেনেছে আজ
জীবন এক মায়াবী আলোক
আহত নগরী জুড়ে পড়ে আছে লাশ
তারায় তারায় জ্বলে মানুষের শোক।

এখন বাতাসে বাজে
মরণের বাঁশি আর ভাঙ্গনের সুর
স্বামীর দেহটি নিয়ে একা নারী পড়ে আছে
জেনে গেছে সব মিছে ,সব আজ দূর ।

তবুও মায়ার শরীরে
লেখা আছে স্নেহ প্রেম অশ্রুর নাম
গাছের আড়াল থেকে হরিণীর মতো
হঠাৎ বেরিয়ে পড়ে জীবনের লাল নীল খাম ।

মৃত্যু আজ ছেলেখেলা
শিশুটির হাত থেকে পড়ে ভাঙ্গা ডিশ
উপুড় তাসের মতো পাগলিনী শুয়ে রাতে
গিলে ফেলে করোনার বিষ ।

পৃথিবীর মানুষের ঘরে
মৃত্যুর গন্ধ পেয়ে কাঁদে শঙ্খচিল
দূরবর্তী শ্মশানের কোলে এসে থামে
জীবনের ভাঙ্গনের শোকের মিছিল ।

*****************************