শোক ক্ষীণ হয়ে আসার সঙ্গে সঙ্গে
আর একটা শোকের ছায়া এসে পড়ে ।
এভাবেই জন্ম থেকে মৃত্যু আমরা
হামাগুড়ি দিতে দিতে বসার চেষ্টা করি
শোকাচ্ছন্ন বাতিল চেয়ারে ।
রাতের অশান্ত মশার মতো ঘুরে মরি
বেদনার অস্পষ্ট আলোকে ।
বাবার মৃত্যুতে আমরা শোকে দিশাহারা হয়েছি
মাকে কপাল চাপড়ে কাঁদতে দেখেছি ।
মায়ের মৃত্যুতে চোখের জলে ভিজে গেছে গা ।
আমার স্ত্রী অকালে আমাকে ছেড়ে গেলে
আমি কাঁদতে কাঁদতে আকাশ দেখেছি
শুধু পাগলি মা আমার ফিক ফিক করে হেসেছে ।
সে দেখাল শোকের মুখে লাথি মেরেও
হেসে ওঠা যায় , হাসি এক শোকের আঁধারে
জোনাকির নিরুত্তাপ কোমল আলোক।
************************