মানুষের জীবনের শেষ কথা অর্থ যশ যদি
কেন তুমি ফুটেছ গোলাপ ?
আমরা যে গুছিয়ে নিয়ে নদীবক্ষে
সঞ্চারিত হতে চাই ।
এ অপার পিপাসা তবু
ঝরে যাওয়া ভাবেনি কখনো ।
সবই ঝরে যায় যদি
কেন তুমি বর্ণহীন এই অন্ধকারে
উচ্ছিষ্ট চাঁদের মতো ফুটেছ গোলাপ ?
মানুষের এঁটো ছোঁয়া লেগে
তুমি আর গোলাপ থাকো না
মরুময় হৃদয়ের পাশে ।
এ পৃথিবী কী দেবে তোমাকে ?
আমরা যে কালস্রোতে ভেসে চলেছি
ঝরে যাবো ঝরে যাবো ঝরে যাবো বলে ।

*****************************